আজকাল ওয়েবডেস্ক: অশান্ত মোজাম্বিক। অক্টোবর থেকে যে অশান্তি সে দেশের আনাচা কানাচে ছিল, তাই আবার তীব্র হয়েছে দ্বিতীয় দফায়। অক্টোবর মাসে নির্বাচন হয় সেখানে। সোমবার শাসক দলের নির্বাচন জয়ের পক্ষেই রায় দেয় সেখানকার আদালত। ফের উত্তপ্ত  হয় পরিস্থিতি। বিক্ষোভকারীদের দাবি, ভোটে কারচুপি হয়েছিল ব্যাপক হারে। সেই কারণেই তারা আদালতের নির্দেশের বিরোধীতা করে পথে নামে। 

স্থানীয় সূত্রের খবর, মোজাম্বিকের বাইরের অশান্তি  মাপুতোয় জেলে অশান্তি ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী, জেলের অশান্তিতে প্রাণ হারিয়েছেন ৩৩জন। ১৫ জন গুরুতর আহত। জানা গিয়েছে, জেল থেকে অশান্তির কারণে প্রায় দেড় হাজার বন্দি পালিয়েছে। তার মধ্যে যদিও ১৫০জনকে ফের বন্দি করে জেলে ফেরানো হয়েছে বলে জানা গিয়েছে। 


তবে, জেলের অশান্তির কারণ হিসেবে বাইরের অশান্তির রেশ পৌঁছে যাওয়ার কথা উঠে এলেও আইনমন্ত্রী হেলেনা কিডা স্থানীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বাইরের অশান্তির সঙ্গে কারাগারের অভ্যন্তরীণ অশান্তির কোনও সম্পর্ক নেই। এক কারাগারের পর, আরও দুটি কারাগারে ভাঙচুরের ঘটনা ঘটে। উল্লেখ্য, আদালতের রায়ের পর, মঙ্গলবার সেখানে অশান্তিতে ২১জনের প্রাণ গিয়েছে বলে জানা গিয়েছে। গত কয়েকদিনে প্রাণ গিয়েছে শতাধিক।